
প্রযুক্তি ডেস্ক : ট্রেনের গতি হার মানাবে বিমানের গতিকেও। কথাটি শুনলে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই একটি ট্রেন ম্যাগলেভ। সম্প্রতি চীনের পূর্ব একটি শহরে এ ট্রেনটি চালু হয়েছে। উচ্চ গতির ট্রেন তৈরীতে চীন বিখ্যাত হলেও ম্যাগলেভই বিশ্বের সবচেয়ে দ্রুত গতির স্থলযান। যার গতি ৬০০ কি:মি: প্রতি ঘন্টায়।
ম্যাগলেভে এই উচ্চ গতির পেছনেও কাজ করেছে বেশ কিছু বিষয়। ম্যাগলেভে বৈদ্যতিক শক্তির চুম্বক ব্যবহার করে ফলে ট্রেন ও ট্রাকের মধ্যে কোনো সংযোগ থাকে না। ট্রাকের উপর ট্রেনগুলি ল্যামিনেট করা থাকায় তা ভেসে থাকে। তাই চলার সময় ঘর্ষনের বাধাও থাকে না। শুধুমাত্র থাকে বাতাসের প্রতিরোধ। তবে বাতাসের প্রতিরোধকে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারদর্শী এই ট্রেনগুলি নিরাপদ ও নির্ভরযোগ্য।
এছাড়াও শব্দ দুষন ও কম্পন কম হওয়ায় ম্যাগলেভ দিবে স্বচ্ছন্দময় ভ্রমন ও স্বস্তির অভিজ্ঞতা।
সাধারনত: উচ্চ গতির ট্রেনগুলি ঘন্টায় ৩৫০ কি:মি: গতিতে চলতে সক্ষম, অন্যদিকে যাত্রীবাহি বিমানের গড়পড়তা গতি ৫৭৫ কি:মি: ঘন্টায়। তাই গতির প্রতিযোগিতায় মেগলেভ এগিয়ে রয়েছে। ছোট বিমানগুলির গতি ঘন্টায় ৭০০ বা ৮০০ কি:মি: হলেও বোর্ডিং পাস অন্যান্য ঝামেলা ছাড়া কম সময়ে চলাচলে ম্যাগলেভ-ই হয়ে উঠবে জনপ্রিয়।